এক নজরে সদর উপজেলা :
১। উপজেলার নাম ও অবস্থান : সদর ,২১.৫৫ ও ২২.২২ উত্তর অক্ষামাংশে এবং ৯২.০৮ ও ৯২.২০ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।
২। আয়তন ও সীমানা : ৫০১.৯৮ বর্গ কিলোমিটার,
উত্তরে- রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা এবং চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনিয়া উপজেলা
দক্ষিণে- বান্দরবান পার্বত্য জেলাধীন লামা উপজেলা
পূর্বে- বান্দরবান পার্বত্য জেলাধীন রুমা ও রোয়াংছড়ি উপজেলা
পশ্চিমে- চট্টগ্রাম জেলাধীন চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া উপজেলা অবস্থিত।
৩। পৌরসভা / ইউনিয়নের সংখ্যা ও নাম :পৌরসভা ১টি (বান্দরবান পৌরসভা) , ইউনিয়ন ৬ টি : বান্দরবান সদর, সুয়ালক,টংকাবতী,কুহালং, রাজবিলা ও জামছড়ি।
৪। গ্রামের সংখ্যা- (সূত্র-জনশুমারি ও গৃহগণনা-২০২২, বিবিএস) ।
৫। মৌজার সংখ্যা- ১৭ (সূত্র-জনশুমারি ও গৃহগণনা-২০২২, বিবিএস)।
৬। মোট জনসংখ্যা-১১১০৯৬ জন, পুরুষ- জন, মহিলা- জন (সূত্র-জনশুমারি ও গৃহগণনা-২০২২,প্রাথমিক প্রতিবেদন,বিবিএস)।
৭। জনসংখ্যা বৃদ্ধির হার : (সূত্র-জনশুমারি ও গৃহগণনা-২০২২,বিবিএস)।
৮। পরিবার/খানার সংখ্যা : (সূত্র-জনশুমারি ও গৃহগণনা-২০২২,বিবিএস)।
৯। সংসদীয় আসন-০১ টি
১০। মোট ভোটার : (পুরুষ-, মহিলা-)
১১। জমির পরিমাণ :- হেক্টর,আবাদি- হেক্টর।
১২। হাসপাতাল –সরকারি-০১ টি।
১৩। পোস্ট অফিস-প্রধান-০১ টি।
১৪। শিক্ষা প্রতিষ্ঠান-সরকারি কলেজ-০২টি, বেসরকারি কলেজ-২টি, সরকারি মাধ্যমিক বিদ্যালয়-০১, সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়-১। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়-১৯ টি, সরকারি প্রাথমিক বিদ্যালয়-৪৬ টি ,বেসরকারি প্রাথমিক বিদ্যালয়-২৪ টি, মাদ্রাসা- আলিম-১ টি, দাখিল-১ টি, এবতেদায়ী- টি। (সূত্র-উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস, সদর উপজেলা)।
১৫। খাদ্য গুদাম-১ টি,মৎস্য খামার-১৫ টি (বেসরকারি)। (সূত্র-উপজেলা খাদ্য ও মৎস্য অফিস, সদর উপজেলা)
১৬। শিক্ষার হার: ৪৯.৩% (সূত্র- জনশুমারি ও গৃহগণনা-২০২২,বিবিএস)।
১৭। হাট-বাজার :৬ টি
১৮। মন্দির : ৬ টি (সূত্র-ইউএনও অফিস, সদর উপজেলা)।
১৯। প্যাগোডা : ৬৬ টি (সূত্র-ইউএনও অফিস, সদর উপজেলা)।
২০। ব্যাংক : ১৩টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস